প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, লেখক কলামিস্ট গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। বক্তব্যে রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা মাসুদ করিম, সহ-সভাপতি আবুল কালাম শাকিল, সুশিল সরকার, এ হাই মিলন, সাধারন সম্পাদক মোঃ খলিল সিকদার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহাম্মেদ, অর্থ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জিএম সহিদ, আশিকুর রহমান হান্নান, মাসুম খাঁন, নিজাম উদ্দিন আহাম্মেদ, জিয়াউর রাশেদ, এসএম শাহাদাত, জাহাঙ্গীর আলম হানিফ, নাজমুল হুদা, সাইফুল ইসলাম, কবি ও সাংবাদিক মাহবুব আলম প্রিয়, শহিদুল্লাহ গাজী, আল-আমিন মিন্টু, আতাউর রহমান সানি, জাহাঙ্গীর মাহমুদ, রাশেদুল ইসলাম, সাইদুর রহমান, নুরে আলমসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, রোজিনা ইসলামকে অন্যায় ভাবে নির্যাতন চালিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে দুর্নিতীবাজ কর্মকর্তারা । অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। তা না হলে কঠোর আন্দোলন ঘোষণা দিবে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। এ সময় বক্তারা আরও বলেন, ১৯২৩ সালের ব্রিটিশ আইনের প্রয়োগ দেখিয়ে সাংবাদিকতার কন্ঠরোধ করার চেষ্টা চলছে। যা দেশের জন্য অশনি সংকেত।