কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে ১৩ হাজার দরিদ্রের মাঝে যাকাতের টাকা বিতর
মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ। এ ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইলহাম গ্রুপের চেয়ারম্যান দানবীর আলহাজ্ব ইয়াছির মিয়া’র পরিবারের পক্ষ থেকে তার নিজ জন্মভূমি কুলিয়ারচর উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৩ হাজার দরিদ্রদের মাঝে যাকাতের টাকা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) সকাল থেকে কুলিয়ারচর পৌরসভায় ৬ হাজার দরিদ্রের মাঝে প্রতিজনকে ৫০০ টাকা করে ও ৬ টি ইউনিয়নে ৭ হাজার দরিদ্রের মাঝে ২০০ টাকা করে টাকা বিতরণ করেন তার পরিবারের সদস্যবৃন্দ সহ জনপ্রতিনিধি,আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ।