
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
গোবিন্দগঞ্জে নদীর পানিতে পড়ে বৃদ্ধার মৃত্যু
গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জের করতোয়া নদীর গভীর খাদে পড়ে সোনাভান (৬০), নামে এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৯শে এপ্রিল) সকাল আনুমানিক ৮:৩০টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তর ছয়ঘড়িয়া খেয়া ঘাটের পশ্চিম পাশে। নিহত সোনাভান ঐ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃতঃ নোইরা শেখের স্ত্রী। বৃদ্ধার ছেলে গোলাম রসুল জানান,”বৃহস্পতিবার সকালে তার মা সোনাভান মথুরাপুরের নিজ বাড়ী হতে পাশের গ্রাম জামালপুরে মেয়ের বাড়ির উদ্দেশ্যে করতোয়া নদীর পাড় ধরে রওনা দেন।’
এরপর স্থানীয়রা জানান, “শুষ্ক মৌসুমে নদীতে পানি না থাকায় খেয়া ঘাটে নৌকা চলাচল বন্ধ রয়েছে।এরফলে সোনাভান শুষ্ক নদীর পাড় ধরে পায়ে হেঁটে মেয়ের বাড়ীতে যাওয়ার চেষ্টা কালে বালু তোলা গভীর গর্তে ধ্বসে পড়লে পানিতে ডুবে যায়। এতে তার নাকে মুখে বালু ও পানি প্রবেশ করার ফলে তার মৃত্যু হয়।পরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।
তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের অভিযোগ,”স্থানীয় কয়েকজন বালুদস্যু অবৈধভাবে নদী থেকে স্যালো মেশিন দিয়ে বালু তুলে বিক্রি করে নদীতে কয়েকটি গভীর খাদের সৃষ্টি করেছে।এ খাদে পড়েই প্রাণ হারাল বৃদ্ধা সোনাভান।”

Prev Post