বাংলাদেশ থেকে ৩১২ রানে পিছিয়ে থেকে দিন শুরু লঙ্কানদেরক্যান্ডি টেস্টের চতুর্থ দিনে শনিবার (২৪ এপ্রিল) ব্যাট হাতে মাঠে নেমেছেন শ্রীলঙ্কার দুই ব্যাটার। আগের দিন ৭৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২১১ বল খেলে ৮৫ রানে অপরাজিত ছিলেন দিমুথ করুনারত্নে। অধিনায়কের সঙ্গে ক্রিজে থেকে দিন শেষ করেন ৩০ বলে ২৬ রান করা ধনঞ্জয়া ডি সিলভা।