মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে ১৫০০ কেজি জাটকাসহ ৭ জন আটক
মোঃ নাসির আহমেদ নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ১৫০শ কেজী জাটকাসহ ৭জন বিক্রেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে বেশনাল ও দিঘিরপাড় বাজার থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানার নেতৃত্বে ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা ও থানা পুলিশের সার্বিক সহযোগিতায়, রফিকুল ইসলাম (২২),হেলাল মিয়া(৪০),রিপন (৪৫),কামরুল ইসলাম(২৫),জালাল (৪০)জাকির (২৫),কাজল মিয়া(২০) কে জাটকাসহ আটক করে উপজেলায় নিয়ে আসা হয়।এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন প্রত্যেক বিক্রেতা কে ২হাজার টাকা করে ১৪হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন মাদ্রাসা, বেদে পল্লী ও গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।