সকলের সহযোগিতা পেলে উঠে দাড়াতে পারবেন পঙ্গুত্ব বরণকারী হাফি
মোঃ সবুজ সরকার সৌরভ,ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
বাড়ি ভিটে বিক্রি করেও শেষ রক্ষা হয়নি সড়ক দুর্ঘটনায় মারাত্বক আহত হওয়া হাফিজ উদ্দিনের। সে ঘাটাইল উপজেলার গিলাবাড়ী গ্রামের মৃত মফেজ উদ্দিনের ছেলে। গত দেড় বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হোন তিনি। হাফিজ উদ্দিনের সংসারে চার মেয়ে থাকলেও নেই কোনো পুত্র সন্তান।অভাব অনটনের সংসার থাকলেও চার মেয়েকেই বিয়ে দিয়ে স্ত্রী কে নিয়ে কষ্টার্জিত ভাবে দিনাতিপাত কাটাচ্ছিলেন হাফিজ উদ্দিন। হঠাৎ কালবৈশাখী ঝড় এসে তাদের জীবন অন্ধকারের দিকে ঠেলে দেয়। পঙ্গু হাসপাতালের বেডে চিকিৎসা অবস্থায়ই ঘর ছাড়া বাড়িসহ সমস্থ জমি বিক্রি করেও চিকিৎসা শেষ করতে পারেননি।দুই পায়ের রিং এখনো খুলা হয়নি। এখনো বাকি অনেক চিকিৎসা। একদিকে সংসারে কার্মক্ষম কোনো ব্যাক্তি নেই অন্য দিকে চিকিৎসা।
হাফিজ উদ্দিনের স্ত্রী জানান, আমরা গরিব মানুষ সংসার চালানোর মতো কোনো লোক নাই। স্বামীর চিকিৎসা করার জন্য শেষ সম্বল জমিও বিক্রি করে এখন আমরা অসহায়। আমি স্বামীর চিকিৎসার জন্য সকলের সাহায্য কামনা করছি।
পঙ্গুত্ব বরণকারী হাফিজ উদ্দিন বলেন, আমি আবার হাটতে চাই। আমি সকলের সাহায্য সহযোগিতা প্রাথনা করি।
সাহায্য পাঠানোর মাধ্যমঃ-
বিকাশঃ-01784039885
নগদঃ-01784039885