বোরহান মেহেদী : পুলিশের বিশেষ অভিযানে পলাশে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার চরপাড়া এলাকায় শুক্রবার রাতে পলাশ থানার এসআই শাহ্ আলম ও তার সাথি ফোর্সসহ পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দীনের তত্ত্বাবধানে বিশেষ অভিযান চালিয়ে জামীর হোসেন (৩২) নামে এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ।
এ বিষয় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ নাসির উদ্দীন বলেন, মাদক মামলার আসামী জামির হোসেন দীর্ঘদিন ধরে এলাকার বাহিরে পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আমরা গ্রেফতার করতে পেরেছি।
গ্রেফতারকৃত আসামী জমির হোসেনকে শনিবার ১৬ এপ্রিল সকালে আদালতে সোপর্দকরা হয়েছে।