শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগাড় নামক স্থানে ১১ এ্িরপ্রল রোববার বেলা আড়াইটায় অবৈধ বালু উত্তোলনকৃত অবস্থায় তিনজন কে হাতেনাতে ধরে মোবইল কোর্টে জড়িমানা করা হয়।
মোবাইল কোর্ট আইনের আওতায় তাদের দুইজনকে এক হাজার টাকা অর্থদন্ডসহ তিনমাস (৯০) দিনের কারাদ্বন্ড প্রদান করা হয়। এক জনকে ৫০০ টাকা জরিমানাসহ ৭ দিনের কারাদ- দেয়া হয়। ইজারা বহির্ভুত বিস্তির্ণ জায়গায় নদীর পাড় কেটে ভোগাই নদী থেকে বিপুল পরিমাণে বালু তোলার অপরাধে এ সাজা দেন নালিতাবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।
