জানুয়ারী,২১,২০২১
আসিফ ইকবাল ডন,মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
আসন্ন নারায়ণপুর পৌরসভা নির্বাচনে পৌরবাসিকে মেয়র প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী সালাম জানিয়েছেন সফিকুল ইসলাম স্বপন মজুমদার।
সফিকুল ইসলাম স্বপন মজুমদার একজন সৎ নিষ্টাবান আওয়ামীলীগের নিবেদীত প্রাণ। তিনি ছাত্র রাজনীতি থেকে অদ্যবদি পর্যন্ত আওয়ামীলীগকে সক্রিয় করার লক্ষে কাজ করে যাচ্ছেন। বহুবার বিরোধী দলের হাতে নির্যাতিত হয়েছেন।
তিনি সফল সভাপতি নারায়ণপুর বাজার বণিক সমিতির। তিনি বাজার বণিক সমিতির দায়িত্ব নেওয়ার পর বাজার ব্যবসায়ীদের ও বাজারের উন্নয়নের লক্ষে বিপুল পরিমান উন্নয়ন করেছেন। একসময় বাজারে ছিল না কোন ড্রেনেজ ব্যবস্থা, গন চৌশাগার, তাহার নিজ উদ্দ্যাগে বাজারের ৩ টি ওয়ার্ডে ৩ টি বড় আকারের টয়লেট নির্মাণ করে দিয়েছেন।
তিনি তাহার নিজ উদ্দ্যেগে এসকল উন্নয়নমূলক কাজ করেছেন।
সফিকুল ইসলাম স্বপন মজুমদার ২০০৩ সালে নারায়ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন জনগনের সমর্থন নিয়ে এবং বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। কিন্তু তাহার বিজয় চিনিয়ে নেয় তৎকালিন ক্ষমতাসীন দল।
বর্তমানে তাহার জন প্রিয়তা পৌরসভায় শীর্ষে রয়েছে। পৌরবাসি সবাই চায় আগামী পৌর নির্বাচনে মেয়র হিসেবে সফিকুল ইসলাম স্বপন মজুমদারকে।
www.bbcsangbad24.com