নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চ ‘সাবিত আল হাসান’ ডুবে যাওয়ার ঘটনায় ধাক্কা দেয়া ঘাতক কার্গো জাহাজ এসকেএল-৩-এর রং বদলে ফেলা হয়েছে। তবে জাহাজটির সামনে অংশের বাংলা ও ইংরেজিতে ‘এসকেএল-৩’ লেখাটি এখনো রয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার নয়ানগরসংলগ্ন মেঘনা নদী থেকে জাহাজটি আটক করে কোস্টগার্ড।
সরেজমিন দেখা যায়, দুর্ঘটনার সিসিটিভির ফুটেজে সে জাহাজটির বেশিরভাগ অংশে নীল রং থাকলেও বর্তমানে সে নীলের স্থলে ধূসর রং করা হয়েছে। তবে জাহাজটির বিভিন্ন অংশে প্রলেপ দেয়া ধূসর রংয়ের মাঝেও আগের নীল রংয়ের চিহ্ন দেখা যায়।
তবে আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হয়নি অভিযান চরিচালনাকারী দল। লঞ্চ দুর্ঘটনার চার দিন পর বৃহস্পতিবার কার্গো জাহাজটি আটক করা হয়। এ সময় আটক করা হয় জাহাজের ১৪ কর্মচারীকেও। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি। আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সার্বিক বিষয়টি জানানো হবে বলে জানান অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় এসকেএল-৩ নামের একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় এম এল সাবিত আল হাসান নামে লঞ্চটি। এতে মোট ৩৫ জনের মৃত্যু হয়।