স্টাফ রির্পোটার :
করোনা পরিস্থিতিতে নিয়ম নিতির তোয়াক্কা না মেনে শত-শত মানুষের ঢল। গতকাল ৭ এপ্রিল বুধবার সকাল দশটা থেকে বিকাল ৪টা পর্যন্ত শত-শত মানুষ স্বাস্থ্যবিধি না মেনে টি সি বি’র পন্য কেনার জন্য জমাট বাঁধে। প্রতিনিয়ত যদি এভাবে দল বেঁধে জনসমাগম ক্রমাগত চলতেই থাকে তবে কিভাবে করোনার মোকাবেলা ঘটবে? রাজধানীর বিমানবন্দর সংলগ্ন হাজী ক্যাম্প এর কাছে মেইন রোডে এ ঘটনা দেখা যায়।
প্রতিনিয়ত রাজধানীর কোথাও না কোথাও এমন জনমসাগম দেখা যায়। তাহলে আমরা কিভাবে করোনা মোবাবেলা করবো? করোনা মোকাবেলা করতে হলে আমাদের সকলের সচেতন হতে হবে। আমরা সাধারণ জনগত যদি সচেতন না হই, স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে কোনক্রমেই করোনা পরিস্থিতি মোকাবেলা করা যাবেনা।