নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানার নতুন-
ওসি হাফিজুর রহমা
নিজস্ব প্রতিবেদক মোঃ নাসির আহমেদ নারায়ণগঞ্জ: সোনারগাঁ থানায় নয়া ওসি হিসাবে দায়িত্ব নিয়েছেন হাফিজুর রহমান। তিনি শরিয়তপুর জেলার নড়িয়া থানার দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার(৬ এপ্রিল) তিনি সোনারগাঁ থানার দায়িত্ব গ্রহন করেন। তার বাড়ি রাজবাড়ি জেলার সদর থানায়। এর আগেও তিনি নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানায় কর্মরত ছিলেন।
উল্লেখ্য, সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে কথিত স্ত্রীসহ হেফাজতে ইসলামীর যুগ্ম সম্পাদক মামুনুল হক অবরুদ্ধ এবং মামুনুল হকের সমর্থকদের হামলায় ছাত্রলীগ-যুবলীগ নেতাদের বাড়ীঘর ভাঙচুর ইস্যুতে সোনারগাও থানার ওসি রফিকুল ইসলামকে বদলী করা হয়েছে। তার স্থলেই সোনারগাঁ থানার নতুন ওসি হিসেবে হাফিজুর রহমান যোগদান করেন।