কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তার রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ই এপ্রিল) গাজীপুরের জেলা প্রশাসক জনাব এস.এম. তরিকুল ইসলামের রোগ মুক্তি কামনায় জেলার শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামে, হাজ্বী আফাজ উদ্দিন পাঞ্জাখানা মসজিদে বাদ মাগরিব গ্রামের সচেতন নাগরিকদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসকের বিশ্বস্ত সূত্র কোভিড-১৯ আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম গতকাল রবিবারের প্রাপ্ত রিপোর্টে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন। তার দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি গাজীপুরবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।