নিজস্ব সংবাদদাতা : গাজীপুর সদর উপজেলার ভবানীপুর গ্রামের সালেক টেক্সটাইল মিলসে আজ বেলা সাড়ে ১২টায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের স্বতঃস্ফূর্ত চেষ্টার পরও বিকেল তিনটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুনে কারখানার উইভিং সেকশন পুরোপুরি পুড়ে যায়। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন আমানত শাহ্ গ্রুপের ফায়ার এন্ড সেফটি অফিসার আমিনুল ইসলাম। কারখানাটির অ্যাডমিন ম্যানেজার নেকমত হোসেন রুবেল জানান, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, আমাদের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছি। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।