ইসলামপুরের ট্রিপল মার্ডারের ০২ দুই জন
আসামি ডিবির হাতে গ্রেফতার।
মোঃ নাসির আহমেদ ,মুন্সিগঞ্জের ডিবি পুলিশ মুন্সিগঞ্জের আলোচিত ইসলামপুরের ট্রিপল মার্ডার মামলার অন্যতম দুই জন আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে শরিয়তপুর জেলা থেকে আসামি ১/রোকন উদ দৌলা রাফসান @
রাফি(২০) পিতা আব্দুল মতিন সাং উত্তর ইসলামপুর কে এবং ফরিদপুর জেলায় অভিযান চালাইয়া আসামি ২/তানভীর মোল্লা @রামিম(১৯) পিতা সুরুজ মোল্লা সাং মানিকপুর ইউরো প্লাজা থানা ও জেলা মুন্সিগঞ্জ দেরকে ইংরেজি ০৪/০৪/২১ তারিখ বিকাল বেলা গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখিত আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে মামলার গ্রেফতারকৃত অন্যতম আসামি অভি বিজ্ঞ আদালতে কা: বি: ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন ।আসামিদেরকে আদালতে সোপর্দ করা হইতেছে।