বিশেষ প্রতিবেদন : ঢাকা থেকে বহুল প্রচারিত জাতীয় দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার অনুসন্ধানী সংবাদকর্মি দল সংবাদ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করতে ঢাকা থেকে গফরগাঁও উপজেলায় অবস্থান করছে। দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোখলেছুর রহমানের সাক্ষরিত এ্যাসাইনমেন্ট বিশেষ প্রতিনিধি তানভীর আহাম্মেদ এর হাতে গত শনিবার তুলে দেন। সেখানে অনুসন্ধানের জন্য ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলার দূর্নিতী অনিয়ম তদন্ত করার জন্য পুরো এপ্রিল মাস তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।
অনুসন্ধানী মূলক সংবাদ নিয়ে কাজ করবেন পত্রিকার বিশেষ প্রতিনিধি তানভীর আহাম্মেদ, স্টাফ রিপোর্টার রবিন হোসেন, বিপ্লব হোসেন ও রাহিমা আক্তার মুক্তা। অনুসন্ধানী টিম সংবাদ সংগ্রহ সংক্রান্ত বিষয়ে আইন শৃঙ্খলা সংস্হা সহ সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।