সাখাওয়াত হোসেন মানিক মুন্সীগঞ্জে সদর উপজেলার ধলেস্বরী নদীর কাটপট্রি গুদারাঘাট এলাকা অভিযান চালিয়ে ১৪৫ মন ( ৫ হাজার ৮ শত কেজি) জাটকা ইলিশ জব্দ করা হয়েছে
এ সমস্ত জাটকার মূল্য ১৭ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানায় নৌ পুলিশ। আজ শনিবার (৩ এপ্রিল) দুপুরে জব্দকৃত মাছগুলো স্থাণীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।
এর আগে সকাল ৬ টার দিকে অভিযান চালিয়ে একটি ইঞ্জিণ চালিত ট্রলার থেকে জাটকাগুলো জব্দ করা হয়। তবে এ সময় মাছের সাথে কাউকে পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ কবির হোসেন ঢাকা পোস্টকে জানান, অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় জটকাগুলো উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মাছগুলোর মূল্য ১৭ লক্ষ ৪০ হাজার এবং জব্দকৃত ট্রলারের মূল্য ৩ লক্ষ টাকা হবে।
পরে জব্দকৃত মাছগুলো মুন্সীগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা লিলাহ বোডিং ও
স্থানীয় গরীবদের মাঝে বিলি করিয়া দেওয়া হয়েছে।