ইন্দোনেশিয়ায় সবচেয়ে বড় তেল শোধনাগারে শক্তিশালী বিষ্ফোরণ হয়েছে। বিষ্ফোরণের পরে ভয়াবহ আগুন লেগে অন্তত পাঁচ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আঞ্চলিক বিপর্যয় পরিচালনা সংস্থা জানিয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে প্রায় এক হাজার স্থানীয় বাসিন্দাকে।
সোমবার স্থানীয় সময় গভীর রাতে দেশটির জাভা প্রদেশের দক্ষিণাঞ্চলে তেল কারখানা পার্টামিনার তেল শোধনাগার বোলঙ্গানে বিষ্ফোরণরে ঘটনা ঘটে। বিষ্ফোরণরে পর ভয়বহ অগ্নিকান্ডে দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পরে। আগুন নিয়ন্ত্রনে কাজ করছে দমকল বাহিনী।