আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তরাঞ্চলে জঙ্গি হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশতাধিক হতাহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জানান, উত্তরাঞ্চলীয় পালমা শহরের কয়েকটি এলাকায় সিরিজ হামলা চালানো হয়।
সেই সঙ্গে একটি আবাসিক হোটেল অবরুদ্ধ করে ভেতরে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখার ঘটনা ঘটেছে বলেও জানানো হয়। এ সময় হোটেল থেকে পালানোর সময় বন্দুকধারীদের গুলিতে অন্তত ৭ জন নিহত হন বলে জানা গেছে।
এ ছাড়াও বিভিন্ন এলাকায় চালানো জঙ্গি হামলায় অর্ধশতাধিক ব্যক্তি হতাহত হন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ান।
এ ঘটনার পরপরই এলাকা ছাড়তে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে আটকেপড়াদের উদ্ধারের পাশাপাশি জঙ্গিদের ধরতে অভিযান চলছে বলেও জানায় স্থানীয় নিরাপত্তা বাহিনী।