“মাস্ক পরার অভ্যেস,
কোভিডমুক্ত বাংলাদেশ”
আজ ২৫-০৩-২০২১ খ্রিঃ তারিখে মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সকলকে সচেতন করার জন্যে পুলিশ সুপার জনাব আব্দুল মোমেন পিপিএম মহোদয়ের নেতৃত্বে করোনার বিরুদ্ধে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীতে স্থানীয় সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, এমপি মহোদয়, জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ জনাব মোঃ মনিরুজ্জামান সহ জেলার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় নিম্ন আয়ের শ্রমজীবীদের মধ্যে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া জনসাধারনকে সচেতন করার জন্য করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়।