গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৫ কেজি গাঁজাসহ জাহিদুল ইসলাম জাহিদ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়,পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান মাসুদের তত্ত্বাবধানে এসআই সঞ্জয় কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি টিম ২৪ মার্চ বুধবার দুপুরে পৌরশহরের মহেশপুর নামক স্থানে রংপুর-ঢাকা মহাসড়কে চলাচলরত যানবাহনে তল্লাসী চালানো হয়।
এসময় পৌরশহরের মহেশপুর গ্রামের মোসলেম উদ্দিনের বসতবাড়ী সংলগ্ন সড়কে চলাচলরত সেঞ্চুরী স্পেশাল নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাসী করা কালে ৫ কেজি গাঁজাসহ জাহিদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহিদ রংপুর জেলার হাজিরহাট থানার ছিট কেল্লাবন্দ কুঠিপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। এ ব্যাপারে মাদক ব্যবসায়ী জাহিদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে