জানুয়ারী,২০,২০২১
আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুর্ব শত্রুতার জেরে ইটভাটার মালিকের বাড়িতে হামলা ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে থানায় অভিযোগ।
উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর এলাকায় দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের হিসাবে গভীর রাতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় অভিযোগ দাখিল করেছে।
ভুক্তভোগী পরিবার এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আকবরনগর গ্রামের হাজী মনতাজ উদ্দিনের ছেলে আলী হাসানের নেতৃত্বে মোঃ অহিদ,মোঃ ইয়াকুব,মোঃ ফারদিম,মোঃজুয়েল, সোহেল, মোঃমিলন সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন একই গ্রামের মোঃ মোক্তার হোসেনের বসত বাড়ীতে হামলা করে। তারা দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বাড়ীতে থাকা মহিলাদের হাত পা বেধে বেধড়ক মারপিট ভাংচুর ও নগত টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুটপাট করে।সকল বিবাদীগন বসত ঘর সহ বসত ঘরের বিভিন্ন জিনিস পত্র ভাংচুর করে। ভুক্তভোগীদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বিবাদীগন বিভিন্ন ভয়ভীতি সহ প্রাননাশের হুমকি এবং পরবর্তীতে পরিবারের লোকজন কে খুন জখম করার হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মোক্তার হোসেনের স্ত্রী মোছাঃ কামরুন্নাহার বাদী সিরাজদিখান থানায় অভিযোগ দাখিল করেছে।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালালউদ্দিন জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
www.bbcsangbad24.com