মুন্সীগঞ্জে সালিসী বৈঠকে সংঘর্ষে নিহত দু
মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে সালিসী বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে কলেজ ছাত্র ইমন পাঠান ও সাকিব নিহত হয়েছে। গুরুতর আহত মিন্টু প্রধানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহত আরো কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম জানান, বুধবার রাত সাড়ে দশটায় একটি সালিসী বৈঠক বসে। সেই সময় মিন্টু প্রধান ও জামাল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় ধারালো ছুরির আঘাতে মিন্টু প্রধান গ্রুপের ইমন পাঠান নিহত হয়।
গুরুতর আহত সাকিব ও মিন্টু প্রধানকে ঢাকা পাঠালে সাকিব সেখানে মারা যায়। কি নিয়ে সালিসী বৈঠক তা পরিস্কার করে জানাতে পারেনি পুলিশ।
তবে এলাকাবাসীরা বলেছে, ইভটিজিং বা পূর্ব শত্রুতার কোন ঘটনা নিয়ে ছোট পরিসরে সালিসী বৈঠক হয়েছিলো। এই ঘটনায় প্রায় ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান, পুলিশ সুপার।