নবীনগরে পৌরসভার শহর সমন্বয় কমিটির সভ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার কার্যালয়ে মঙ্গলবার (২৩/৩) দুপুরে শহর সমন্বয় কমিটির(TLCC) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র এড: শিব শংকর দাসের সভাপতিত্বে UGIAP’র বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও সিদ্ধান্ত সহ বায়ু দূষণ, শব্দ দূষণ, পয়:নিষ্কাশন ও আলোকিত শহর উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়। অটো, রিকশা হতে হাইড্রোলিক হর্ন উত্তোলনের সিদ্ধান্ত সহ যানজট নিরসনে সদর বাজার থেকে দুরে অবস্থান করার জন্য প্রশাসনের সহযোগিতার উপরও গুরুত্বারোপ করা হয়।
এইসময় সকল কাউন্সিলর, পৌর সচিব, অন্যান্য কর্মকর্তা – কর্মচারী ও টিএলসিসি’র সকল সদস্য বক্তব্য রাখেন ,