রোহিঙ্গা ক্যাম্পে আগুণ। আগুণ
অগ্নিকান্ডে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের কয়েক হাজার অস্থায়ী ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল, কেরোসিন দিয়ে আগুণ দেয়ার সময় এপিবিএন এর সদস্যদের হাতে গ্রেফতার হয় কয়েকজন রোহিঙ্গা।
সোমবার বিকেলে শুরু হওয়া এবং রাত অবধি অব্যাহতভাবে অগ্নিকাণ্ডে হাজারও আশ্রিত রোহিঙ্গারা ক্ষতিগ্রস্থ হয়েছে এবং বহু লোককে স্থানান্তর করা হয়েছে।
আগুনের ফলে উখিয়ার ডাম্প বালুখালী এলাকায় পাঁচটি শিবিরে আংশিক বা পুরোপুরি অস্থায়ী ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছিল – ক্যাম্প -৮ পূর্ব এবং ক্যাম্প -৮ পশ্চিমে, পাশাপাশি ক্যাম্প -৮, শিবির -৯, শিবির -১০ এবং শিবির -১১ – যেগুলিতে ৪০,০০০ রোহিঙ্গা বসবাস করত।