গোলাম সারোয়ার : কিশোরগঞ্জের কটিয়াদীতে ১ বছর ৮ মাসের সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেন (৩২) নামের এক মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার আচমিতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার উপজেলার আচমিতা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার চৌকষ এসআই দুলাল মিয়ার নের্তৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। ২০১৭ সালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ আনোয়ার হোসেনকে ১ বছর ৮ মাসের সশ্রম কারাডণ্ড প্রদান করেন। সাজা প্রদানের পর থেকেই সে পলাতক ছিলেন। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত আনোয়ারকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’
