জানুয়ারি ১৯ ২০২১
নিজস্ব প্রতিবেদক
বইমেলা ২০২১ উপলক্ষে প্রকাশিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ লেখক মাহবুব এ রহমানের শিশুকিশোর গল্পের বই ‘ভূত স্যার’। অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি প্রতিযোগিতায় শিশুসাহিত্য বিভাগের নির্বাচিত পাণ্ডুলিপি হিসেবে বইটি প্রকাশ করছে অক্ষরবৃত্ত প্রকাশন। সম্পূর্ণ চাররঙের অলঙ্করণ সমৃদ্ধ বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। অলঙ্করণ করেছেন জয়ন্ত মালো।