
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
“শব্দ সন্ত্রাস” যুক্ত মোটরসাইকেল কেড়ে নিল, শিশুর প্রান
শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের আটকাপাড়া গ্রামের যগদিস মোড়ের কাছে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে ৪ বছরের শিশু আয়েশা। মঙ্গলবার আনুমানিক সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আটকাপাড়া গ্রামের আঃ আউয়াল মিয়ার মেয়ে আয়েশা আক্তার (৪) বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বেপরোয়া গতির মোটরসাইকেলটি উচ্চ শব্দের হাইড্রলিক্স হর্ন বাজালে ভয়ে বাচ্চাটি দৌড় দিলে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাচ্চাটিকে ধ্বাক্কা দেয়, এতে বাচ্চাটি গুরুতর আহত হয়। পরে বাচ্চাটিকে চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক বাচ্চাটিকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোন ভাবেই যেন এর লাগাম টেনে ধরা যাচ্ছেনা। বিশেষ করে তরুণদের মোটরসাইকেল চালনো দেখে, পথচারী ও অন্য গাড়ির যাত্রীরা ভয়ে আৎকে উঠেন। সাপের মতো প্যাঁচিয়ে প্যাঁচিয়ে চালাতে গিয়ে প্রায়ই ঝড়ে যাচ্ছে টগবগে তাজা প্রান। “শব্দ সন্ত্রাস” এর নতুন উপসর্গ হিসাবে দেখা দিয়েছে নানান ধরনের হাইড্রলিক্স হর্ন। রাস্তায় চলার সময় হঠাৎই পিছন থেকে বিকট শব্দে এম্বুলেন্সের হর্ন, পুলিশের গাড়ির হর্ন, ফায়ারসার্ভিস এর গাড়ির হর্ন কিংবা ভিভিআইপি প্রটোকলের গাড়ির হর্ন। পিছন ফিরে তাকিয়ে দেখা যায় এসবের কিছুই নেই। হয় প্রাইভেট কার, অথবা হাইয়েছ অথবা নোয়া অথবা মোটরসাইকেল। দিনে দিনে লন্বা হচ্ছে মৃত্যুর মিছিল। জনগণ যেমন নিরাপদ সড়ক চায়, তেমনি “শব্দ সন্ত্রাস” (হাড্রলিক্স হর্ন) থেকেও বাঁচতে চায়। এইসব বন্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যাবস্থা নিবেন, এমনটাই তাদের প্রত্যাশা।
