জানুয়ারি ১৯, ২০২১,
নিজস্ব প্রতিবেদক
প্রাণঘাতী করোনার তাণ্ডবে সৃষ্ট পরিস্থিতিতে ২০২০ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশে শিক্ষা বোর্ড আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাস হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংসদে এ সংক্রান্ত তিনটি প্রস্তাব পেশ করেন।
এ সময় সব সংসদ সদস্যদের হ্যাঁ ভোটে এটি পাশ হয়।
সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আগামী একদিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে শিক্ষা বোর্ড আইন এবং দুই দিনের মধ্যে কারিগরি ও মাদরাসা বোর্ড আইন প্রেরণ করা হোক।
পরে সকল সংসদ সদস্যরা এটিতে হ্যাঁ বলে সম্মতি দিলে তা পাশ হয়।
www.bbcsangbad24.com