স্টাফ রিপোর্টারঃ-নাটোরে দয়রাবপুর এলকায় এক ভূয়া ডাক্তার ও কবিরাজ ইদ্রিস আলীর চেম্বারে লাইসেন্স না থাকায় র্যাবের অভিযান ভ্রাম্যমাণ আদালতে লাইসেন্সবিহীন ভূয়া ডাক্তার ও কবিরাজ ইদ্রিস আলীর চেম্বারকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। নাটোর র্যাব (সিপিসি-২) ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে রবিবার দুপুরে নাটোরে দয়রাবপুর এলাকায় ভূয়া ডাক্তার ও কবিরাজ ইদ্রিস আলীর চেম্বার এ অভিযান পরিচালনা করে লাইসেন্সবিহীন চেম্বার স্থাপন করে। কোনরূপ ডিগ্রী না থাকা সত্তেও নিজেকে ডাক্তার পরিচয়ে বে-আইনি ভাবে সেবা গ্রহিতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কে আটক করা হয়। আটক হলেন, নাটোর দয়রাবপুর এলাকার মৃত আপের গায়েন এর ছেলে মোহাম্মদ ইদ্রিস আলী (৩৮)। নাটোর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসন সিভিল সার্জেন্ট ডাক্তার রাজেশ কুমার,বি,সি,এস (স্বাস্থ্য) নাটোর সদর। মোহাম্মদ ইদ্রিস আলী কে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরও ০৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
