মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড শ্রীনগর উপজেলা দুই গ্রাম
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় গতকাল মধ্যরাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শ্রীনগর উপজেলার বেশ কয়েকটি গ্রামে লন্ডভন্ড হয়ে যায় ঘরবাড়ি গাছপালা। জেলার শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন ফুলকচি ও কাদুরগাও গ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক তান্ডব একাধিক বাড়ী ঘর, মুরগির খামার ভেংগে অনেক আহত হয়। খোলা আকাশের নিচে পড়ে আছে ঝড়ে বিধ্বস্ত হওয়ার ঘর। তাৎক্ষণিক সাহায্য সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় সূত্রে জানা যায় ২৫ থেকে ৩০ টি ঘর কাল বৈশাখী ঝরের তাণ্ডবে ভেঙে যায় এর মধ্যে মুরগির খামার রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি কোলাপাড়া ইউনিয়ন এর ৫নম্বর ওয়ার্ডে।