উপজেলা প্রশাসন কর্তৃক শুভেচ্ছা স্মারক পেল শ্রীনগর উপজেলা প্রেসক্লাব
শেখ আছলাম,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রেসক্লাবকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২২ উপলক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের কার্য্যালয় থেকে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের হাতে এই শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্বারকটি যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভান্ডারি গ্রহন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আছলাম, সহ-ক্রিয়া বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম, কার্য-নির্বাহী সদস্য মোস্তাকিম আহমেদ আলিফ।
উপজেলা প্রেসক্লাবের সিঃ সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন উপজেলা প্রশাসন কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ,সম্মাননা স্মারক প্রশাসনের সাথে নিভীর ভাবে দেশ ও জাতির বৃহৎ স্বার্থে কাজ করতে স্থানীয় সাংবাদিকদের অনুপ্রানিত করবে।