তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন দেলোয়ার হোসেন তালুকদার
আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য হিসেবে শপথ নেয়ার পর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন তালুকদার।
তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও তরং গ্রামের মৃত সোলেমান তালুকদার এর ছেলে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সচিব মো. ভূপতি ভুষণ দাস প্রশান্ত বলেন, ‘ইউনিয়ন পরিষদের প্রথম সভায় ইউপি সদস্যগণ তাদের প্রত্যক্ষ ভোটে ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. দেলোয়ার হোসেন তালুকদারকে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছেন।’
তিনি আরও বলেন, ‘২নং প্যানেল চেয়ারম্যান হিসাবে ৫নং ওয়ার্ড সাধারণ সদস্য মো. শফিকুল ইসলাম এবং ৩নং প্যানেল চেয়ারম্যান হিসাবে ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মোছা. সেলিনা আক্তার নির্বাচিত হয়েছেন।’
প্যানেল চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন তালুকদার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত চেয়ারম্যান মহোদয় ও আমার সহযোদ্ধা ইউপি সদস্যদের প্রতি।’
তিনি আরও বলেন, ‘৮নং ওয়ার্ডের ভোটার ও সর্বস্তরের মানুষ আমাকে নির্বাচিত করে পরিষদে পাঠিয়েছে। এখন পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা আমাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আমার ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে ঋণী হয়ে থাকলাম। তাদের প্রতি আরও দায়বদ্ধতা বেড়ে গেল। তারা আমাকে ইউপি সদস্য নির্বাচিত না করলে আমি আজ প্যানেল চেয়ারম্যান হতে পারতাম না।’
উল্লেখ্য, গত ৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার শ্রীপুর উত্তর ইউপির সাধারণ সদস্য হিসেবে মো. দেলোয়ার হোসেন তালুকদার নির্বাচিত হয়েছেন।