জীবননগর পেয়ারাতলা বাসস্ট্যান্ডে প্রবীণ সোনালী টি ষ্টল এর শুভ উদ্বোধন
তাহসানুর রহঃশাহজামাল চুয়াডাঙ্গা ১৩-৪-২৩
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা বাসস্ট্যান্ডে ওয়েভ ফাউন্ডেশ(পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় প্রবীণ সোনালী টি ষ্টল এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৩ এপ্রিল বিকেলে ওয়েভ ফাউন্ডেশ(পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় প্রবীণ কমিটি মনোহরপুর ইউনিয়ের পক্ষ থেকে নগদ ১৫০০০/- টাকার চেক প্রাদন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহরাব হোসেন খাঁন এবং সভাপতি বীর মুক্তি যোদ্ধা বদর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান অনারারী লেঃ অবসরপ্রাপ্ত প্রবীণ কমিটি মনোহরপুর ইউনিয়ন,৩ নং ইউপি সদস্য রিপন হোসেন, ৪ নং ইউপি সদস্য চামেলি খাতুন এবং প্রবীণ সদস্য গনসহ অনেকে উপস্থিত ছিলেন।