মুন্সিগঞ্জে জিইএপি এর আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচী
সৈয়দ মাহবুবুর রহমান ঃঃ
Travelettes Of Bangladesh-ভ্রমণকন্যা” কর্তৃক গৃহীত “Gender Equity and Empowerment Programme”-এর মুন্সীগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে রবিবার সকালে মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালি এলাকায় “রনছ রুহিতপুর উচ্চ বিদ্যালয়ে চার শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে ট্যুরিজম ও পরিবেশ, মেয়েদের পিরিয়ড, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ভালো স্পর্শ খারাপ স্পর্শ, মাদক, নৈতিক শিক্ষা এবং সড়ক নিরাপত্তা” বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন রুহিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আয়োজক কমিটির মুন্সীগঞ্জ জেলা লিডার রাবেয়া বসরী, কো-লিডার সাইফুল বিন বারী, স্বেচ্ছাসেবক সামিয়া আল মারিয়া, মোঃ মেহেদী হাসান, ফয়সাল আহমেদ প্রমুখ।