গজারিয়ায় টিসিবির পণ্য ক্রয়ে হয়রানির অভিযোগ
মুকবুল হোসেন: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সরকারের ন্যায্যমূল্যে টিসিবির বিক্রয় কেন্দ্রে সুবিধাভোগী গ্রাহকদের পণ্য ক্রয় হয়রানির অভিযোগ পাওয়া গেছে ।
সোমবার ১০ এপ্রিল দুপুরে টেংগার চর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টিসিবির পণ্য বিক্রয় কেন্দ্রে হয়রানির শিকার শাহজাহান মিয়া সহ একাধিক নারী পুরুষ এই অভিযোগ করেন । সুবিধাভোগী শাজাহান মিয়া জানান ইউনিয়ন মেম্বারদের সংবাদ পেয়ে পণ্য ক্রয় করতে এসে ভোগান্তির শিকার হয়েছে । দীর্ঘক্ষণ অপেক্ষার পর পণ্য বিক্রয় ডিলার জানান আজকের বিক্রয় শেষ হয়ে গেছে। আবার টিসিবির পণ্য বিক্রয় করা হলে আপনাদের দেয়া হবে । সংশ্লিষ্ট ডিলার জানান আজকে ২৭৩ জনের বিক্রয় পন্য উঠানো হয়েছে। টেংগারচর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তার অধিক নারী-পুরুষ পণ্য ক্রয় সমাগম হওয়াতে অনেকে ফিরে যাচ্ছেন । ট্যাগ অফিসার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কল্পনা সরকার জানান গ্রাহকদের সংবাদ দেয়া আমাদের কাজ নয় ।পণ্য বিক্রয় কেন্দ্রে উপস্থিত থেকে বিক্রয় তদারকি করাই আমাদের কাজ। আজকে যারা পণ্য ক্রয় করতে পারেন নাই পরবর্তীতে তাদের পণ্য ক্রয়ের সুবিধা রয়েছে ।