মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজট ভুগান্তিতে দূরপাল্লার যাত্রী
মুকবুল হোসেন : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ঢাকা মুখি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে । শনিবার সকাল থেকে দিনব্যাপী এই যানজটের ভোগান্তিতে পড়ে কুমিল্লা, চট্টগ্রাম থেকে ঢাকাগামী দূরপাল্লার যাত্রীরা । একাধিক গাড়িচালক জানান শুক্রবার মধ্যরাত থেকে সোনারগাঁ থানা নাঙ্গলবন হিন্দুদের পবিত্র স্থান কে কেন্দ্র করে এই যানজটের সৃষ্টি হয়েছে । যাত্রী সেবা, শ্যামলী, জোনাকি, হোমনা সিটিং সার্ভিস সহ বিভিন্ন যাত্রীবাহী বাসের যাত্রী গন জানান কাচপুর থেকে ভবেরচর বাস স্ট্যান্ড আসতে সময় লেগেছে চার থেকে পাঁচ ঘন্টা। যানজট বিহীন মহাসড়ক ৩০ মিনিটে এই পথ অতিক্রম করা যায় । গাড়িচালকদের নিয়ম না মানার কারণে তীব্র যানজটের শিকার হয়েছে চলাচলকারি যাত্রী ও বিভিন্ন পরিবহন চালক । ভবেরচর হাইওয়ে ফাঁড়ি থানা ইনচার্জ মোঃ নবী হোসেন জানান হিন্দুদের লাঙ্গলবন্দ নদীতে সান কে কেন্দ্র করে এই যানজটের সৃষ্টি । শনিবার গভীর রাত পর্যন্ত এই যানজট থাকার সম্ভাবনা রয়েছে ।