রাশিয়ার নিকট থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্রয়ের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ফের হুমকি দিয়েছে আঙ্কারাকে। আঙ্কারাকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ হুমকির মাধ্যমে তুরস্কের এস-৪০০ কেনার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের নীতিতেই অটল থাকল নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি জানিয়েছেন, কোনও প্রকার পরিবর্তন আসেনি আমাদের নীতিতে এবং আমরা ফের এস-৪০০ ব্যবহার করার জন্য আহ্বান করছি তুরস্ককে।
ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রথম দেশ তুরস্ক, যে দেশ কিনা রাশিয়ার নিকট থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষণে ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। এর আগে ২০১৭ সালে রাশিয়ার সঙ্গে এ রকম চারটি ব্যবস্থা সংগ্রহের জন্য ৫২০ কোটি ডলারের চুক্তি করে তুরস্ক। মার্কিন সরকার সেই বছরই এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে। সূত্র : পার্সটুডে