
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
শ্রীনগরে মায়ের সাথে অভিমান করে ১০ম শ্রেণীর আত্নহত্যা
শ্রীনগরে মায়ের সাথে অভিমান করে ১০ম শ্রেণীর আত্নহত্যা
তুষার আহাম্মেদ – মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের আমবলীপাড়া গ্রামে ১০ম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থী মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৭) তাংরিখ সকাল ৭টার সময় দশম শ্রেণীতে পড়ুয়া কাজল এর ঝুলন্ত লাশ পাওয়া যায় তার বসত বাড়িতে।কাজল ষোলঘর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। মৃত কাজল (১৭) পিতা আবুল কালাম প্রবাসী তার মায়ের নাম রাশেদা বেগম।
মৃত কাজল এর মা ২৬ তারিখ রাত অনুমান ১০ ঘটিকার সময় লেখা-পড়া নিয়ে গালমন্দ করেন ও থাপ্পর মারেন।এতে ক্ষুব্দ হয়ে ২৭ তাং আনুমানিক রাত ১২ টার দিকে ফ্যানের সাথে ওরনা বেধে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেন। সকালে ৬ টার সময় মেয়ে কে ডাকা-ডাকি করলেও দরজা খুলে না। পরে আশ পাশের লোকজন গিয়ে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে ফ্যানের সাথে তাকে ঝুলতে দেখা যায়। এই মৃত্যুর ঘটনায় মৃত কাজলের মা রাশেদা বেগম বাদি হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
এ ব্যপারে কাজলের মা রাশেদা বেগম বলেন,রাতের খাবার শেষে আমার দুই মেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ি,সকালে ঘুম থেকে উঠে দেখি। আমার বড় মেয়ে কাজল সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।
এ বিষয়ে এসআই মোঃ জাকির হোসাইন বলেন,অপমৃত্যু মামলা হয়েছে,লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
