এম আনিসুর রহমান:
সাধারণ মানুষের মৌলিক অধিকার চিকিৎসা সেবা। সরকারের নানা উদ্যোগের পাশাপাশি রুপসী বাংলা ফাউন্ডেশন এ ক্ষেত্রে ব্যপক বিস্তৃত ভুমিকা পালন করে চলেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ সাজিদ হাসান রানা। যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে স্বাস্থ্যসেবায় বিভিন্ন সময়ে নানাবিধ মহামারী সংক্রান্ত পরিস্থিতিতে জনকল্যাণে কল্যাণমূখি দৃষ্টান্ত ইতিমধ্যে দেখিয়ে চলেছে। সমসাময়িক প্রেক্ষাপটে করোনা কালীন সময়ে করোনা রুগীকে বাসায় গিয়ে সেবা প্রদান, বিনামূল্যে ঔষধ সরবরাহ, হাসপাতালে আনা নেওয়ার কাজে ফ্রী এ্যমবুলেন্স, মিডিয়া প্রশাসন কে তথ্য প্রদান, এছাড়া একটানা ২৪ ঘন্টা হটলাইনের মাধ্যমে পরামর্শ প্রদান করা সহ বিভিন্ন সহায়তা দিয়ে চলেছে।
