সাধারণ মানুষের মৌলিক অধিকার চিকিৎসা সেবা। সরকারের নানা উদ্যোগের পাশাপাশি রুপসী বাংলা ফাউন্ডেশন এ ক্ষেত্রে ব্যপক বিস্তৃত ভুমিকা পালন করে চলেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ সাজিদ হাসান রানা। যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে স্বাস্থ্যসেবায় বিভিন্ন সময়ে নানাবিধ মহামারী সংক্রান্ত পরিস্থিতিতে জনকল্যাণে কল্যাণমূখি দৃষ্টান্ত ইতিমধ্যে দেখিয়ে চলেছে। সমসাময়িক প্রেক্ষাপটে করোনা কালীন সময়ে করোনা রুগীকে বাসায় গিয়ে সেবা প্রদান, বিনামূল্যে ঔষধ সরবরাহ, হাসপাতালে আনা নেওয়ার কাজে ফ্রী এ্যমবুলেন্স, মিডিয়া প্রশাসন কে তথ্য প্রদান, এছাড়া একটানা ২৪ ঘন্টা হটলাইনের মাধ্যমে পরামর্শ প্রদান করা সহ বিভিন্ন সহায়তা দিয়ে চলেছে।
প্রাইমারী স্বাস্থ্যসেবা উন্নয়নের ক্ষেত্রে পল্লী চিকিৎসকদের সাধারণ রোগাক্রান্ত রুগী সাধারণের মধ্যে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে নিজ উদ্যোগে বিশেষ ট্রেনিং দিয়ে মাঠ পর্যায়ে সেবাদান করতে নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চূড়ান্তপর্বে গঠিত হয়েছে রুপসী বাংলা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ের অধীনে পরিচালিত জেলা উপজেলা থানা ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক সেচ্ছাসেবকদের স্বাস্থ্যসেবার কার্যক্রমের জন্য শাখা উপ-শাখার উদ্বোধন। রুপসী বাংলা ফাউন্ডেশনের জনকল্যাণমুখী কাজে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন আপামর সাধারণ জনতা।