রাজধানীর লালবাগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) লালবাগ কেল্লার সামনে আনুষ্ঠানিকভাবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির।
যুবলীগকে মানবিক সংগঠন আখ্যা দিয়ে হুমায়ুন কবির বলেন, `প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে যুবলীগ যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।`
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ সভাপতি সরোয়ার হোসেন মনা, নাজমুল হোসেন টুটুল, মাহাবুবুর রহমান পলাশ, মুরসালিন আহমেদ, যুগ্ন সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান।
সভাপতির বক্তব্যে মাইনুদ্দিন রানা বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ঢাকা দক্ষিণ যুবলীগ সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।