সরিষাবাড়ীতে স্পেশাল অলিম্পিক ওয়ার্ড গেমসে স্বর্ণজয়ী প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সম্বর্ধনা
মতিউর রহমান,সরিষাবাড়ী,জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ীতে জার্মানীর বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়াল্ড গেমস্ ২০২৩ এ স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশ জামালপুর সাব চেপ্টার এর আওতায় সুইড সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের ৬ জন ক্রীড়াবিদ অংশ গ্রহণ করে ৫টি স্বর্ণ ও ১টি রোপ্য অর্জণকারী ক্রীড়াবিদ ও কোচকে সংম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরিষাবাড়ী পৌর সভার আয়োজনে ২৪ জুলাই বিকেলে শিল্পকলা একাডেমী মিলনায়তনে সফল পৌর মেয়র মনির উদ্দিনের সভাপতিত্বে এ সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি বাবু মন্টু লাল তেওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান,বাউসি বাঙ্গাঁলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা কমিটির নিরবাহি সচিব আবুল হোসেন সরকার,সহ-
সভাপতি আসাদুল্লাহ্, সম্বর্ধিত প্রধান শিক্ষক আনিছুর রহমান,কাউন্সিলর শাখাওয়াত আলম মুকুল,কাউন্সিলর মোশারফ,সুরুজ্জামান উজ্জল সাধু প্রমুখ।
প্রথম পর্বে আলোচনা সভা শেষে স্বর্ণ জয়ী প্রতিবন্ধী বিদ্যালয়ের খেলোয়াড় ও কোচকে ক্রেষ্ট ও জনপ্রতি নগদ চার হাজার টাকা প্রদান করে পুরুষ্কৃত করেন পৌর মেয়র মনির উদ্দিন।