স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ :মুন্সীগঞ্জে কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৮তম জন্ম বার্ষিকীতে বুধবার আলোচনা, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান হয়েছে। বিকালে জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।
অন্বেষণ বিক্রমপুর এই অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজক সংগঠনটির সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে এতে আরও অংশ নেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ কাদের মোল্লা, জেলা কৃষক লীগ সভাপতি মহসিন মাখন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, নাট্যকার শিশির রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দুই সহ-সভাপতি বাছির উদ্দিন জুয়েল ও অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, কালের ছবি সাধারণ সম্পাদক আল মামুন ও সংগঠক রানা মাসুদ প্রমুখ।
এতে জেলা প্রশাসক কবি গুরুর কালজয়ী দু’টি কবিতা আবৃত্তি করেন। শাহিন মো. আমান উল্লাহ কবির হৃদয় ছোয়া গান পরিবেশন করেন। আবৃত্তি করেন সুজন হায়দার জনি। তবলায় ছিলেন আল মামুন। জেলা শিল্প কলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রথমে দেশ বরণ্যে কণ্ঠ শিল্পী সুবীর নন্দীর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।