স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ :মুন্সীগঞ্জে রমজানের দ্বিতীয় দিনে শহরের বাজার মনিটরিংয়ে নেমেছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্বয়ং। তারা বাজারের বিভিন্ন ফলের দোকান এবং খাবারের দোকান পরিদর্শন করেন।
পচা ও নোংরা খাবার বিনিষ্ট করা হয়। একই সাথে দোকানীদের কঠোরভাবে সর্তক করা হয়। তবে রমজানের কারণে এদিন কাউকে জরিমানা করা হয়। তবে নোংরা পরিবেশে খাবার তৈরীকারী শহরের আনন্দ মিষ্টি ঘরসহ চারটি প্রতিষ্ঠানকে এক সপ্তাহের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশে নিশ্চিত করার জন্য আল্টিমেডাম দেয়া হয়েছে। বাজার মনিটরিংয়ে অংশ নেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক এস এম শফিক, এডিএম আসমা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, জেলা ক্যাবের সহসভাপতি এম এ কাদের মোল্লা, মহসিন মাখন, সাধারণ সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ ও সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, বাজার কমিটির সভাপতি আরিফুর রহমান ও মুন্সীগঞ্জ থানার ওসি আলমগীর হোসাইন প্রমুখ।