মুকবুল হোসেন:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঝুঁকিপূর্ণ বজ্র উৎপাদন অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার বিকালে উপজেলাধীন গজারিয়া ইউনিয়নে অবস্থিত থ্রি- এঙ্গেল শিল্প কারখানায় পরিচালিত ভ্রাম্যমান আদালতে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট , উপজেলা সহকারি কমিশনার ভূমি কর্মকর্তা জিএম রাশিদুল ইসলাম জানান লাইসেন্স বিহীন পরিবেশ ঝুঁকিপূর্ণ বজ্র উৎপাদন অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে,থ্রি এঙ্গেল শিপ বিল্ডার্স লিমিটেড শিল্প কারখানার কর্তৃপক্ষকে । ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলা ,সহকারী পরিচালক এম কে সিদ্দিক, অতিরিক্ত পরিচালক পরিবেশ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা ও গজারিয়া নৌ পুলিশ কর্মকর্তা এবং গজারিয়া উপজেলা ভূমি অফিস অফিসার ও কর্মচারী বৃন্দ।