সুনামগঞ্জে পিতা ও কন্যার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের।

নিউজ ডেস্ক | সংবাদ ৫২ .কম
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২
ক্যাটাগরি : সর্বশেষ সংবাদ
পোস্টটি শেয়ার করুন
sangbad52

সুনামগঞ্জ প্রতিনিধি::
পূর্ব শক্রতার জেরে সুনামগঞ্জের কালিপুর রাস্তায় বাপ ও মেয়ের উপর র্দুবৃত্তরা হামলা চালিয়ে তাদের আহত করে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নারাইনকুড়ী গ্রামের ( বর্তমানে সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুরে)ভাড়াটিয়া বাসায় বসবাসকারী  মৃত মিছকন্দর আলীর ছেলে কবির মিয়া বাদি হয়ে গত ৭ সেপ্টেম্বর জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকার মাদ্রাসাপাড়ার মৃত মছদ্দর আলীর বখাটে ছেলে হামলাকারী  আছাবুল(৪৫)কে প্রধান আসামী করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮। বাকি আসামীরা হলের দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামের আব্দুস ছোবানের ছেলে মো. শিপু(২২),সোহেল ও শান্তিগঞ্জ উপজেলার আমরিয়া গ্রামের রুয়েল।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ আগষ্ট রাত আনুমানিক সাড়ে ১২টায় মামলার বাদি কবির মিয়া ও তার উপযুক্ত মেয়ে নাহিদা বেগমকে নিয়ে জেলা শহরের কালিপুর হতে নিজ বাসা মল্লিকপুরে যাওয়ার পথে রাস্তায় একা পেয়ে আসামীগণ দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে এবং প্রাণে মারার উদ্দেশ্যে হামলা করে।  এক পর্যায়ে ২নং আসামী শিপুর নির্দেশে প্রধান আসামী আছাবুল তার হাতে থাকা লোহার রড দিয়ে বাদির মাথা লক্ষ্যে করে বারি মারলে তিনি একটু ছিটকে পড়লে বারিটি হাটুর নিচে পরে মারাত্মক আহত হন। পরবর্তীতে তারা বাদির মেয়ে নাহিদার উপর ও হামলা করে শারীরিকভাবে লাঞ্চিত করেন পকেটে থাকা ১১ শত টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। পরবর্তীতে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে গুরুতর আহত মামলার বাদি কবির মিয়াকে তাৎক্ষনিক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন। এ ঘটনায় পুলিশ প্রধান আসামী আছাবুলকে প্রায় ১৫দিন পূর্বে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। আছাবুল একাধিক মামলার আসামী বলে জানা যায়।

এ ব্যাপারে মামলার বাদি কবির মিয়া জানান,এই হামলাকারীরা সমাজে এমন  কোন অপকর্ম নেই যা তারা করেনি। বাকি আসামেিদর দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
 


Comments



আহত ছাত্রলীগ কর্মীর…

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

সিরাজদিখানে মুক্তিযোদ্ধার…

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে…

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

ফারিয়ার একাধিক চমক

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

চট্টগ্রাম মেডিক্যাল…

রবিবার, ০৭ জুন, ২০২০

গরিব পরিবারের ছেলে থেকে…

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

শ্রীনগর উপজেলার শেখ…

শনিবার, ২২ জুলাই, ২০২৩

দৈনিক আলোকিত সকাল সফলতার…

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

'ভুল ভুলাইয়া টু'তে অভিনয়…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

এনআরসি নিয়ে উদ্বিগ্ন…

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

হযরত শেখ আহাম্মেদ আবুল…

রবিবার, ০৭ মার্চ, ২০২১

শ্রীনগরে ভ্রাম্যমাণ…

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

লৌহজংয়ে আ.লীগের বর্ধিত…

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

এবারের হজ্ব সীমিত আকারে…

মঙ্গলবার, ০৯ জুন, ২০২০

পদ্মায় ঘুরতে এসে প্রাণ…

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

জি মিউজিকের গানে আফরোজা…

শনিবার, ২৫ মার্চ, ২০২৩

লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীর…

শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯

লৌহজংয়ে আওয়ামীলীগের…

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

চান্দের চরে রাস্তার…

বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯

তুরস্ক ও মিশর থেকে চট্টগ্রাম…

মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০১৯

জরিপ

বাংলাদেশের জনগণ কখনো ভুল ভোট দেয় না, তাই এসব নিয়ে যুক্তরাজ্যের দুশ্চিন্তার কোনো কারণ নেই।—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

মন্তব্য নেই
না
হ্যাঁ

নামাজের সময়সূচি

১৬ নভেম্বর, ২০২৪
ফজর৫:২০
জোহর১২:১২
আসর৪:৪৩
মাগরিব৫:৪৯
ইশা৭:০১
সূর্যাস্ত : ৫:৪৯সূর্যোদয়: ৬:৩৭