মোঃরাকিব শেখ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই হয়ে গিয়েছে পাঁচটি দোকান ও চারটি বসত ঘর।
গত রাত ৩টার দিকে কনকসার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। রাতে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে পাঁচটি দোকান ও চারটি ঘরের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।
প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এ অগ্নিকাণ্ডে। স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, গত রাত তিনটার দিকে রমজানের বসত ঘর থেকে আগুণের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুণের সূত্রপাত হয়েছে। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই ছড়িয়ে পড়ে আশেপাশের দোকান ও বসত ঘরে। এতে আগুণে পুড়ে ভষ্মিভূত হয় কনকসার বাজারের ব্রীজের পশ্চিম পাশের আতাউর রহমানের ৫টি দোকান, রমজানের ২টি বসত ঘর ও রমন মাঝির দুটি বসত ঘর।
স্থানীয়রা অনেক চেষ্টা করে অগুণ নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস এসে অগুণ নিয়ন্ত্রণে আনার পূর্ইে আগুণে পুড়ে ছাই হয়ে যায় ৪টি বসত ঘর ও ৫টি দোকান ঘর।