কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার (৩ ফেব্রুয়ারি) নিজ দফতরে সাংবাদিকদের বলেন, “আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। দেখি কীভাবে কী করা যায়? তথ্যগত যদি ভুল থাকে সেগুলো নিয়ে নিশ্চয়ই আইনি ব্যবস্থা নিতে পারবো। ”
আল জাজিরার ক্ষমা চাওয়া উচিত মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আল জাজিরা আরো কয়েকটি পর্ব দেখাবে শুনেছি। কিন্তু সম্প্রচার বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। আমরা আশা করবো আল জাজিরা আরো দায়িত্ববান হবে। অনেকের ধারণা, কেউ তদের টাকা দিয়েছে এই প্রোগ্রাম করতে। ”
আল জাজিরা তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, “মনে হচ্ছে এটি ফেক নিউজ।”