বিএনপি চেয়ারপারসনের কারাবাসের এক বছর পূর্তি উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে দলটি।
মঙ্গলবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী এ ঘোষণা দিয়েছেন।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া বর্তমানে কারাভোগ করছেন। এই মামলায় তাকে নিম্ন আদালতে দেওয়া সাত বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেছে হাইকোর্ট।
এছাড়া একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।
বিএনপির এই মুখপাত্র বলেন, একাদশ জাতীয় সংসদকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।
ভোটের আগের দিন রাতেই ব্যালটবাক্স ভর্তি, ভোটের দিন এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা ও কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোটারদের ভয়ভীতি দেখানো এবং জালভোটের অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি-প্রধান জাতীয় ঐক্যফ্রন্ট। মোট ৩০০ আসনের মধ্যে মাত্র ৮টি আসনে জয় পাওয়া এই জোটের প্রার্থীরা কেউ সংসদ সদস্য হিসেবে শপথ নেননি।