মুজিব তোমার জন্মশতবার্ষীকি
দিন মাস বছর হয়ে যায় শেষ
খুঁজে পাই মুজিব তবুও তোমাকে
বাঙালির ঘরে হয়েছে জন্ম তোমার
ভূষিত হয়েছো তুমি জনক উপাধিতে।
-
রক্ত ঝড়িয়ে মা,সন্তান হারিয়ে
পেয়েছি একটি মানচিত্র
তোমার গর্জনে পেয়েছি পূর্ণতা
লেখা আছে ইতিহাসে। ।
-
তোমার ডাকে সাড়া দিয়েছে
দিনমজুর ও ছাত্র জনতা
নয় মাসের বেশি যুদ্ধ করে
পেয়েছে শান্তির স্বাধীনতা।
-
অংক কষে মিলিয়ে দেখি
জনক তোমার জন্মশতবার্ষিকী
আসছে ধেয়ে ১৪ই ফেব্রুয়ারি
জন্মশতবর্ষ পালন করবে দেশবাসী।
-
তোমার জন্য হয়েছি আজ স্বাধীন
অর্জিত হয়েছে বাংলার মানচিত্র
তোমার জন্য আজও কাঁদে বাঙ্গালী
কাঁদে বাংলার মাঠে ঘাটে রবি শষ্য।
-
তোমার জন্য গর্বিত দেশের মানুষ
তোমাকে খুঁজে পায় মাটির গন্ধে
তোমাকে মনে পরে প্রতি ক্ষণে ক্ষণে
তোমাকে খুঁজে পেয়েছি জন্মশতবর্ষে।
।